দাদমারি অগ্নিগর্ভ বনমরিচ এসিড পাতা
বিভিন্ন নামঃ
অগ্নিগর্ভ,দাদমারি,এসিড পাতা,নিরুমেল,অগ্নিবেন্দ্ৰ পাকু,বনমরিচ,
জন্মস্থানঃ
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলার সেত সেত স্থানে জন্মে ।
গাছের বর্ণনাঃ
বর্ষজীবী ছােট গুল্মজাতীয় গাছ সেঁতসেঁতে স্থানে জন্মে ৬ থেকে ৮ ইঞ্চি কখনো কখনো ২ ফুট লম্বা হয় পত্র ১ থেকে ২ ইঞ্চি লম্বা অগ্রভাগ ও বেটার দিক ক্রমশ সরু ফুল গুচ্ছবদ্ধ ভাবে প্রত্যেক পত্রের গােড়া হইতে বাহির হয় ফুলের বোঁটা ছােট পুষ্পল বৃত্তাকার ফুলের পাপড়ি সাধারণত নাই কিংবা ছােট বীজকোষ গােলাকার চেপ্টা বীজ কৃষ্ণবর্ণ কতক পরিমাণে গােলাকার বর্ষাকাল হইতে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হইয়া থাকে ।
ব্যবহার্য অংশঃ পত্র
ঔষধার্থে ব্যবহার গাছের ব্যবহারঃ
1️⃣ বাতিক জর হইলে দেশিয় লােকেরা ইহার পাতার ফোস্কা দিয়া থাকে ।
2️⃣ টাটকা পাতার রস কোন স্থানে দিলে
অর্ধঘণ্টা মধ্যে ফোস্কা উঠে ।
3️⃣ পাদুকোটা নামক স্থানের লােকের ইহা হইতে একপ্রকার মালিশ প্রস্তুত করে চক্ষু জালা করিলে ইহা কপালে লাগাইয়া থাকে।
4️⃣ এই পাতার ছেচা রস গাত্রে লাগাইবার অর্ধঘণ্টা পরে ফোস্কা উঠিতে থাকে এবং যতক্ষণ না তুলিয়া ফেলা হয় ততক্ষণ দারুন যন্ত্রণা হইতে থাকে ।
5️⃣ পত্রের রস সেবন করিলে প্লীহা বৃদ্ধি আরাম হয় কিন্তু ইহা খাওয়ান সমীচীন নহে কারণ ইহাতে অতিশয় কষ্ট হয় ।
6️⃣ কঙ্কন দেশে ইহার রস জলের সহিত পান করাইয়া সঙ্গম প্রবৃত্তি কমাইয়া দেয় ।
6️⃣ শুষ্ক ও কঁচা গাছের কাথ আদা ও মুথার সহিত সেবন করিলে সবিরাম জ্বর আরাম হয়।
7️⃣ গাছ পােড়াইয়া ছাই করে তৈলের সহিত গাত্রে লাগাইলে চৰ্ম্ম রােগ আরাম হয় ।
অগ্নিগর্ভ,দাদমারি,এসিড পাতা,নিরুমেল,অগ্নিবেন্দ্ৰ পাকু,বনমরিচ,
জন্মস্থানঃ
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলার সেত সেত স্থানে জন্মে ।
গাছের বর্ণনাঃ
বর্ষজীবী ছােট গুল্মজাতীয় গাছ সেঁতসেঁতে স্থানে জন্মে ৬ থেকে ৮ ইঞ্চি কখনো কখনো ২ ফুট লম্বা হয় পত্র ১ থেকে ২ ইঞ্চি লম্বা অগ্রভাগ ও বেটার দিক ক্রমশ সরু ফুল গুচ্ছবদ্ধ ভাবে প্রত্যেক পত্রের গােড়া হইতে বাহির হয় ফুলের বোঁটা ছােট পুষ্পল বৃত্তাকার ফুলের পাপড়ি সাধারণত নাই কিংবা ছােট বীজকোষ গােলাকার চেপ্টা বীজ কৃষ্ণবর্ণ কতক পরিমাণে গােলাকার বর্ষাকাল হইতে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হইয়া থাকে ।
ব্যবহার্য অংশঃ পত্র
ঔষধার্থে ব্যবহার গাছের ব্যবহারঃ
1️⃣ বাতিক জর হইলে দেশিয় লােকেরা ইহার পাতার ফোস্কা দিয়া থাকে ।
2️⃣ টাটকা পাতার রস কোন স্থানে দিলে
অর্ধঘণ্টা মধ্যে ফোস্কা উঠে ।
3️⃣ পাদুকোটা নামক স্থানের লােকের ইহা হইতে একপ্রকার মালিশ প্রস্তুত করে চক্ষু জালা করিলে ইহা কপালে লাগাইয়া থাকে।
4️⃣ এই পাতার ছেচা রস গাত্রে লাগাইবার অর্ধঘণ্টা পরে ফোস্কা উঠিতে থাকে এবং যতক্ষণ না তুলিয়া ফেলা হয় ততক্ষণ দারুন যন্ত্রণা হইতে থাকে ।
5️⃣ পত্রের রস সেবন করিলে প্লীহা বৃদ্ধি আরাম হয় কিন্তু ইহা খাওয়ান সমীচীন নহে কারণ ইহাতে অতিশয় কষ্ট হয় ।
6️⃣ কঙ্কন দেশে ইহার রস জলের সহিত পান করাইয়া সঙ্গম প্রবৃত্তি কমাইয়া দেয় ।
6️⃣ শুষ্ক ও কঁচা গাছের কাথ আদা ও মুথার সহিত সেবন করিলে সবিরাম জ্বর আরাম হয়।
7️⃣ গাছ পােড়াইয়া ছাই করে তৈলের সহিত গাত্রে লাগাইলে চৰ্ম্ম রােগ আরাম হয় ।