দাদমর্দন

যে নামে পরিচিতঃ

মেক্সিকানরা বলে গোপন ফুল, হিন্দি ও বাংলা নাম দাদমর্দন,চাকমা ভাষায় দেলংপাতা, বোমাংরা বলে দাউদপাতা, মারমা ভাষায় দাদমর্দন।

গাছের পরিচয়ঃ

বর্ণনা গুল্মজাতীয় উদ্ভিদ শাখাগুলি মােটা নরম অবনত এই গাছ পশ্চিম ভারতীয় দ্বীপপুণ হইতে ভারতে আসিয়াছে পত্র ১ - ২ ফুট লম্বা পত্রিকা লম্বাকৃতি  মস্তক মােটা , ২ - ৮ ইঞ্চি লম্বা , ঘন ঘন নরম লোমারা আবৃত ২ - ২২ ইঞ্চি চওড়া ঈষৎ গোলাকার ডিম্বাকৃতি পুষ্পদও ২ - ১ ফুট ফুল বড় পীতবর্ণ পুংকেশর সমস্ত গুলি সমান নহে শুট সােজা , মসৃণ লােমাবৃত ৪ - ৮ ইঞ্চি লম্বা  ২ ইঞ্চি চওড়া বীজ শুটীতে ৫টা কিংবা অধিক থাকে অক্টোবর মাসে ফুল ও ফেব্রুয়ারী মাসে ফল হয় ।


ঔষধি গুণঃ

ঔষধার্থে ব্যবহার ইহার পাতা চেঁচিয়া লেবুর রস মিশ্রিত করিয়া দাদে লাগাইলে দাদ আরাম হয় ।





Next Post Previous Post