✍️ শয়তানের থুথু ✍️

আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারক তৈরী করলেন , তখন ফিরিশতাগণ এটা দেখতে লাগলেন । কিন্তু অভিশপ্ত শয়তান হিংসার আগুনে জ্বলতে লাগলাে এবং হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে হযরত আদম ( আলাইহিস সালাম ) এর দেহ মুবারকের উপর থুথু নিক্ষেপ করলাে , এ থুথু গিয়ে পড়লাে নাভিস্থলে । আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন , ঐ জায়গা থেকে থুথু মিশ্রিত মাটিগুলাে বের করে ফেল এবং সেটা দ্বারা কুকুর বানিয়ে দাও । নির্দেশ মুতাবেক শয়তানের থুথু মিশ্রিত সেই মাটি দ্বারা কুকুর সৃষ্টি করা হলাে । কুকুর মানুষের ভক্ত এ জন্য যে , এর শরীরে আদমের মাটি রয়েছে । নাপাক এ জন্য যে , সেই মাটি শয়তানের থুথু মিশ্রিত এবং রাত্রি জাগরণের কারণ হলাে , সেই মাটিতে জিব্রাইলের হাত লেগেছে ।

📖 রুহুল বয়ান ৬০০ পূঃ ১ম জিঃ 📖

 সবকঃ শয়তানের থুথু দ্বারা আদম আলাইহিস সালামের কোন ক্ষতি হয়নি । বরং নাভিস্থল পেটের সৌন্দর্য বৃদ্ধি করেছে । এ রকম আল্লাহর নেক বান্দাদের বারগাহে বেয়াদবি করার দ্বারা ওনাদের কোন ক্ষতি হয় না । বরং ওনাদের শান আরও উদ্ভাসিত হয় । নেককার বান্দাদেরকে ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখাটা হচ্ছে শয়তানী কাজ ।

Previous Post
No Comment
Add Comment
comment url