লঘুকর্ণী

বিভিন্ন নামঃ

লঘুকর্ণী,বৈজ্ঞানিক নাম : Clematies triloba

জন্ম স্থানঃ

জন্মস্থান দাক্ষিণাত্যের পার্বত্য প্রদেশ ও কঙ্কণের পশ্চিম ভাগে জন্মে ।


গাছের পরিচয়ঃ

ব্যবহাৰ্য অংশঃ পাতার রস

বর্ণনা ইহা একটি লতানে গাছ , বহুদূর ব্যাপিয়া জন্মে । পত্র ১ থেকে ২ ইঞ্চি লম্বা , পত্রদণ্ডে ৩টি উপপত্র থাকে , পাতার ডাটা লম্বা ও কাটাযুক্ত ।কিনারাগুলি করাতের ন্যায় । পুষ্পদণ্ডে অনেক ফুল হয় । ফুলের নিম্ন অংশ পত্ৰময় ফুল শ্বেতবর্ণ  ১ থেকে ২ ইঞ্চি বিস্তৃত । বহিৰ্বাস ৪ থেকে ৬টি ফুলের ভিতর আবরণ নাই । পুংকেশর অনেক আছে । ফল গােলাকার , প্রান্তদেশ অল্প সূচাল । ফল পাকিলে , ফাটিয়া যায় ও বীজ চারিদিকে ছড়াইয়া পড়ে ।

ব্যবহাৰ্য অংশঃ পাতার রস

ঔষধার্থে ব্যবহারঃ

 ইহার পাতার রস ও কুচি পাতার বস চক্ষে দিলে চক্ষু উঠা আরাম হয প্রত্যেক বারে ১ ফোটা দিতে হয় । কেহ কেহ সমস্ত গাছটিকে ভেদক বলিয়া উল্লেখ কবেন । ইহার টাটকা পাতার রস রক্তদৃষ্টি , কুষ্ঠ , উপদংশ ও পুরাতন জরে হিতকর







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url